ঢাকা, শুক্রবার, ১৭ মে, ২০২৪

সরিষাবাড়ী উপজেলা প্রশাসন এর নীরবতা;সেই সুযোগে চলছে অবৈধভাবে বালু উত্তোলন

জামালপুর জেলার সরিষাবাড়ি  উপজেলা এর  কৃষ্ট পুর ব্রীজ হতে সামন্য একটু দক্ষিণে সৈয়দপুর  বশির উদ্দিন উচ্চ বিদ্যালয়  সংলগ্ন ঝিনাই নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ নিয়ে স্হানীয় সচেতন মহল এবং  সৈয়দপুর বশির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান জানান, সরিষাবাড়ী  উপজেলা প্রশাসনকে এ অবৈধ বালু উত্তোলনের ঘটনাটি অবহিত করা হয়।  সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা এবং সরিষাবাড়ী উপজেলা এর সহকারী কমিশনার (ভূমি) নাহাত কে জানানো হয়। 


তারপর, মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং ড্রেজার মেশিন পানিতে ফেলে দেয়া হয়।


তার ২ দিন পর হতেই আবারো শুরু করা হয় অবৈধ ভাবে বালু উওোলন।অন্যদিকে, সরিষাবাড়ী উপজেলা এর ভাটারা ইউনিয়ন এর  ফুলবাড়িয়া বালুর মাঠে চলছে অবৈধ ভাবে বালু উওোলন। (বকুল তলা মোড় এর আগে।) 



স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, কতিপয় প্রভাবশালী ব্যাক্তি এই এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের কাজ অব্যাহত রেখেছে। যার ফলে ভবিষ্যতে চরম হুমকির মুখে পড়তে পারে সৈয়দপুর সৈয়দপুর বশির উদ্দিন উচ্চ বিদ্যালয় সহ আরও ৩টি শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃষকের কৃষি জমিসহ আশেপাশে স্থাপনা। 

এলাকার কৃষকরা জানান, এখানে বালু উত্তোলনের ফলে আমাদের ফসলি ও কৃষি জমি হুমকির মুখে পড়তে যাচ্ছে। বালু উত্তোলন করতে নিষেধ করলেও তারা শুনছে না। বরং, ভাটারা মাদারগঞ্জ এর মেইন রোড, ভাটারা পপুলার এর মেইন রোড  ছিদ্র করে পাইপ নিয়ে  ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উওোলন করে যাচ্ছে। 


এ বিষয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ।


বিষয়টি সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা ও সরিষাবাড়ী উপজেলা এর সহকারী কমিশনার ভূমি নাহাত কে জানানো হয়, তারা জানান অবৈধ ভাবে বালু উওোলন রোধে অভিযান অব্যাহত রয়েছে এবং খুব দ্রুত এর ব্যবস্থা নেয়া হবে । কিন্তু এ এ পর্যন্তই। বাস্তবে প্রশাসনের নীরবতা এর সুযোগে বালু উওোলনকারীরা অবাধে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। 


প্রতিদিনের ডাক এর পক্ষ হতে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  উপমা ফারিসা এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সহকারী কমিশনার ভূমি নাহাত কে জানানো হয়েছে তিনি বালু উওোলন রোধে ব্যবস্থা নিবেন। 

অপরদিকে সহকারী কমিশনার ভূমি নাহাত মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান যে, আমি নায়েব কে পাঠিয়েছি বালু উওোলন বন্ধ করার জন্য। 

সরেজমিনে গিয়ে দেখা যায় এবং এলাকাবাসী জানান  বালু উত্তোলন চলছে অবাধে এবং প্রশাসনের পক্ষ হতে নায়েব কিংবা অন্য কেউ  আসেননি। 


স্থানীয় বাসিন্দারা জানান, 

এর আগেও তো বন্ধ করছিল, কিন্তু কই কোন রেজাল্ট নেই। আবার চলছে অবাধে বালু উত্তোলন, যতই ব্যাবস্থা নেওয়া হোক, তার কয় দিন পর আবার  চলবে বালু উত্তোলন।

ads

Our Facebook Page